ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আল্লামা শফীকে কটুক্তিকারীর ১ দিনের রিমান্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৬, ২১ সেপ্টেম্বর ২০২০

আলাউদ্দিন জিহাদী

আলাউদ্দিন জিহাদী

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া আহলে সুন্নত ওয়াল জামাতের উপদেষ্টা আলাউদ্দিন জিহাদীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার বিকেলে তাকে আদালতে হাজির করলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ জামানের আদালত শুনানী শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আলাউদ্দিন জিহাদীকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন বাদী পক্ষের আইনজীবী। আদালত শুনানীর শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের হেফাজতে ইসলামের নেতা কামাল উদ্দিন দাইমী ফতুল্লা থানায় ডিজিটাল আইনের মামলাটি দায়ের করেন। ওই মামলায় মামুদপুর এলাকা থেকে আলাউদ্দিন জিহাদীকে গ্রেপ্তার করে পুলিশ।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি