ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৪, ২১ সেপ্টেম্বর ২০২০

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আব্দুল জব্বার (৭০) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শহরের স্টেশনরোড মুন্সিরহাট নামক এলাকায় এই ঘটনা ঘটে।  

নিহত আব্দুল জব্বার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর এলাকার মৃত গুপ্তা মন্ডলের ছেলে।

ডিবি পুলিশের এসআই নবিউল ইসলাম জানান, দুপুর ২টার দিকে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দলমাইক্রোবাস করে হরিপুর উপজেলার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে শহরের মুন্সিরহাট এলাকায় পথচারী আব্দুল জব্বার দৌঁড়ে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। 

পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি