অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীর জেল
প্রকাশিত : ২২:৩৪, ২১ সেপ্টেম্বর ২০২০
অবৈধভাবে বালু উত্তোলন করে সদর উপজেলার সেনুয়া নদীর তীর ক্ষতিগ্রস্ত করার দায়ে এক বালু ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এই রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত বালু ব্যবসায়ী ঠাকুরগাঁও পৌর এলাকার গোয়ালপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে ইউনুস আলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, দন্ডপ্রাপ্ত ব্যক্তি সেনুয়া ব্রীজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর তীর ভাঙনের ঝুঁকি বৃদ্ধি করায় তাকে বালু ভর্তি ট্রাক্টরসহ আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে শুনানী শেষে এই রায় প্রদান করেন।
এনএস/
আরও পড়ুন