ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জামি, সম্পাদক বিজন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৫, ২২ সেপ্টেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক হয়েছেন জাবেদ রহিম বিজন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন ভোট গণনা শেষে এই ফলাফল জানায়। 

ফলাফলে সর্বোচ্চ ২০ ভোট পেয়ে রিয়াজ উদ্দিন জামি সভাপতি ও ২৬ ভোট পেয়ে জাবেদ রহিম বিজন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া, সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহাজাদা, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক হন মজিবুর রহমান খান। 

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, পাঠাগার ও ক্রিয়া বিষয়ক সম্পাদক এইচ এম সিরাজ, কার্যকরি সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ ও মনির হোসেন। 

এর আগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি