ঢাকা, বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫

বিকল্প চ্যানেলে চলছে ফেরি চলাচল

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৩, ২২ সেপ্টেম্বর ২০২০

নাব্যতা সংকটের কারণে বিকল্প চ্যানেল দিয়ে চলছে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল। অন্যদিকে পদ্মায় হঠাৎ বৃদ্ধি পেয়েছে পানি। সেই সাথে রয়েছে তীব্র স্রোত।

সরেজমিন ঘুরে দেখা যায়, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ৫টি ফেরি চলাচল করছে। ফেরিতে ছোট গাড়িসহ অধিকাংশই পণ্যবাহী গাড়ি পার হচ্ছে। এ রুটে নাব্যতা সংকটের কারণে যাত্রীরা ভোগান্তি এড়াতে বিকল্প রুট ব্যবহার করছেন। 

এদিকে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছ। সকালের দিকে যানবাহনের চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বৃদ্ধি পাচ্ছ। পাটুরিয়া প্রান্তে নদীর নাব্যতা বৃদ্ধি করতে ড্রেজিং অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি