ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে ৮শ` পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট স্থলবন্দর আবাসিক এলাকা থেকে মঙ্গলবার সকালে ৮শ' পিস ইয়াবাসহ আবু সাঈদ (২২) ও মাসুদুর রহমান (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত আবু সাঈদ শার্শা উপজেলার অগ্রভুলাট গ্রামের আবুল কালামের ছেলে ও মাসুদুর রহমান বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের হাওলাদারের ছেলে। 

যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার স্থলবন্দর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৮শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি