ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

বেনাপোল চেকপোস্টে মাদকসহ ২ ট্রাক চালক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৬, ২২ সেপ্টেম্বর ২০২০

বেনাপোল চেকপোস্টে ১১টি বোতল মদ, ৬ বোতল ফেনসিডিল, ৭০ গ্রাম গাঁজাসহ দুই ট্রাক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় দুটি ট্রাকও জব্দ করে বিজিবি।

মঙ্গলবার বিকালে বেনাপোল চেকপোস্ট রপ্তানি গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মাদারীপুর জেলার সদর থানার থানডলি এলাকার নুর হোসেনের ছেলে কবির হোসেন (৪৩) ও একই এলাকার সালামতের ছেলে কিবরিয়া (২৫)।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার আরশাফ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারতে রপ্তানি পণ্য নিয়ে যাওয়া দুটি বাংলাদেশি ট্রাক ভারতে পণ্য খালাসের পর বাংলাদেশে ফেরার সময় ট্রাকে করে মাদক নিয়ে আসছে এমন খবরে রপ্তানি গেট এলাকায় ট্রাক দুটি তল্লাশি করে ১১ বোতল ভারতীয় মদ, ৬ বোতল ফেনসিডিল ও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। 
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি