ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আখাউড়ায় মাদকসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৮, ২২ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকসহ মো. নয়ন (২৩) নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার উপজেলা ছোটকুড়িপাইকা এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত নয়ন কাউতলা গ্রামের মো. সহিদ মিয়ার ছেলে। 

মঙ্গলবার বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলায় ছোটকুড়িপাইকা গ্রামের অভিযান পরিচালনা করে মাদকসহ মো. নয়ন মিয়াকে আটক করা হয়েছে। পরে তাকে তল্লাশি করে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

অন্যদিকে বিজয়নগর উপজেলার চানপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯৮০ পিস ইয়াবা ও ভাগলপুর এলাকা থেকে ২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য তিন লাখ টাকা। আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি