ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

নিখোঁজ সংবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০২০

নিকোলা চাকমা

নিকোলা চাকমা

নাম- নিকোলা চাকমা, পিতা- নিছামং চাকমা, মাতা-মাবুমে চাকমা ও ২. পৈলামং চাকমা, পিতা-মংছা থাইন চাকমা, মাতা-মাছু চাকমা, স্থায়ী ও বর্তমান ঠিকানা: গ্রাম-রইক্ষ্যং, উনছিপ্রাং, পুটিবনিয়া, ওয়ার্ড নং-০৩, ডাকঘর- নয়াপাড়া, ইউনিয়ন-হোয়াইক্যং, উপজেলা-টেকনাফ, জেলা- কক্সবাজার। 

গত ২১/০৯/২০২০ ইং রোজ সোমবার পুটিবনিয়া এলাকা থেকে হারিয়ে যায়। উল্লেখ্য যে, নিকোলা চাকমা কানজরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তাদের সন্ধান পেয়ে থাকলে নিম্ন মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। 

মোবাইল: ০১৮৫৩ ২০৪৩৭৮ ও ০১৫৮৫ ৭৮৭২৬৩

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি