ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাউফলে গ্রামীণফোনের টাওয়ারের যন্ত্রাংশ চুরি

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা 

প্রকাশিত : ১৫:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০২০

পটুয়াখালীর বাউফলের নুরাইনপুর বন্দর এলাকায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গ্রামীণফোনের এক টাওয়ারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

স্থানীয়রা জানান, সংঘবদ্ধ দুর্বৃত্তরা বাজারের গ্রামীণফোনের টাওয়ারের মেশিন রুমের স্টিলের দরজার হ্যাজবল কেটে হানা দিয়ে ২৪টি ব্যাটারী ও তারসহ বিভিন্ন যন্ত্রাংশ মিলে অন্তত ২০ থেকে ২২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

এ ব্যাপারে গ্রামীণফোনের ওই টাওয়ারের দায়িত্বপ্রাপ্ত কারো বক্তব্য পাওয়া যায়নি। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি