ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গ্রামে পৌঁছেছে কুয়েতে খুন হওয়া মা-মেয়ের লাশ

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ১৬:৩০, ২৩ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৬:৪২, ২৩ সেপ্টেম্বর ২০২০

কুয়েতে খুন হওয়া প্রবাসি বাংলাদেশী মা ও মেয়ের লাশ দেশে এসে পৌঁছেছে। আজ বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের লাশ। 

বিমানবন্দর থেকে তাদের লাশ ঢাকার ধামরাইয়ের পৌর এলাকার তালতলায় আনা হয়। পরে গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার কুয়েতের আরব টাইম পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির জেলের আল সুখা এলাকায় নিজ বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে কুয়েত পুলিশ। একইসঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই ঘটনায় পুলিশ একটি হত্যা মামলা রেকর্ড করেন। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি