ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জাজিরায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ২৩ সেপ্টেম্বর ২০২০

মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী চলছে বৃক্ষরোপন কর্মসূচি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সারা দেশে এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগের ধারাবাহিকতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের সার্বিক তত্ত্বাবধানে শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এমএ খালেকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাছের চারা রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা শাহজালাল শামীম, রফিকুল ইসলাম বিদ্যুৎ, শাহআলম, রিপন, ছাত্রলীগ নেতা সাদ্দাম হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি