ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বাগেরহাটে সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩২, ২৩ সেপ্টেম্বর ২০২০

লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীনের উদ্যোগে সমাজের সুবিধা-বঞ্চিত নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

বুধবার বিকেলে আমলাপাড়াস্থ আহাদ উদ্দিন হায়দারের বাড়ির চারতলায় এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। 

এসময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুছাব্বেরুল ইসলাম, লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীনের প্রেসিডেন্ট রিজিয়া পারভীন, সেক্রেটারী মনি মল্লিক, ভাইস প্রেসিডেন্ট এক আহাদ উদ্দিন হায়দার, মোজাহিদ আহমেদ, ট্রেজারার শিল্পি খাতুন, সদস্য কাজী আলি আশরাফ টিটোসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, অক্টোবর মাস লায়ন্স সেবা মাস। এই মাসে বাগেরহাটে ২০ জন নারীকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষন দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদেরকে স্বাবলম্বী হতে সহযোগিতা করা হবে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি