ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারে মা ও শিশুদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১১:১০, ২৪ সেপ্টেম্বর ২০২০

মৌলভীবাজারে শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত সদর উপজেলাস্থ শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাকের আহমদ (অপু)-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় আড়াইশ রোগীকে সেবা দেন মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. বিশ্বজিৎ ভৌমিকসহ অনান্য চিকিৎসকরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সামসুল হক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ উমেদ আলীসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি