ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ৬ মে ২০১৭ | আপডেট: ০৯:৩৩, ৬ মে ২০১৭

৭টি নতুন প্রকল্পের উদ্বোধনের জন্য আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, কক্সবাজার মেডিক্যাল কলেজ, কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ, কক্সবাজার আইটি পার্ক, নাফ ট্যুরিজম প্রকল্প এবং মহেশখালিতে দুইটি ভাসমান এলএনজি টার্মিনাল সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধনসহ আরো ৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি