ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজাবাড়ীতে কেজিতে ১০ টাকা বাড়ল পেঁয়াজের দাম

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০৯, ২৪ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৬:১২, ২৪ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে পেঁয়াজের বাজারে কেজিতে ৫ টাকা কমার একদিন পরেই দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। গত দুদিন আগে ভারতীয় পেঁয়াজ আসার কথা শুনে কেজি প্রতি ৫ টাকা কমে ছিল। বুধবার থেকে ফের ১০ টাকা বেশিতে বিক্রি করতে দেখা গেছে, যা আজও বিদ্যমান।
 
অর্থাৎ প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা দরে। যা দুদিন আগে ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হয়েছিল। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। দাম বেশি হওয়ায় পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছেন তারা। এদিকে দাম বেশি হওয়ার কারণে বাজারে ক্রেতার সংখ্যাও কমে গেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

ব্যবসায়ীরা বলছেন, গত দুদিন ধরে পেঁয়াজের বাজার আবারও বৃদ্ধি পেয়েছে। দুদিন আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ টাকায়, আজ তা বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ৮৫ টাকায়। পাইকারি বাজারে পেঁয়াজের দর বেড়ে যাওয়ায় বেশি দামে কেনা ও বিক্রি হচ্ছে।
 
বর্তমানে প্রতিমণ পেঁয়াজ মান ভেদে ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৩০০ টাকায় কিনতে হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ খরচ বাদে ৩ টাকা থেকে ৪ টাকা লাভে বিক্রি করা হচ্ছে বলেও জানায় ব্যবসায়ীরা। 

এআই/এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি