ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টানা বৃষ্টিতে দুর্ভোগে বরিশালের নিম্ন আয়ের মানুষ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২০

সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে কয়েক দিনের টানা বর্ষণে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে কীর্তনখোলাসহ বেশ কিছু নদীর পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয় অফিস। এতে বরিশালসহ আশেপাশের বেশ কিছু নদীর পাড়ে ভাঙ্গনের সৃষ্টি হয়।

টানা তিনদিনের ভারি বৃষ্টিপাতে নগরীর অলি গলিতে পানি প্রবেশ করেছে। এতে করে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের বহু মানুষ। অনেক জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। 

এআই/এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি