ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২০

বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রী মাকসুদা হত্যা মামলায় স্বামী মো. মনিরকে (২৫) মৃত্যুদণ্ড ও অন্য তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ আদেশ দেন ট্রাইবুন্যালের বিচারক আবু শামীম আজাদ।

মামলা সূত্রে জানা গেছে, বরিশালের হিজলা উপজেলার ভাওশিয়া গ্রামে ২০১৩ সালের ৬ জানুয়ারি ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্বামী মনির তার স্ত্রী মাকসুদার উপর নির্যাতন চালায়। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে মাকসুদা মারা যায়। পরে তার ভাই ওলিউল বাদী হয়ে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এই মামলায় স্বামী মনিরকে মৃত্যুদণ্ড এবং বাকিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেন আদালত।

মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ।

এআই/এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি