ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

তুরাগ নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২০

সাভারে তুরাগ নদী থেকে অজ্ঞাত (৩৩) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিরুলিয়ার সাদুল্যাপুর তুরাগ নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে, রাতে সাভারের সাদুল্যাপুর তুরাগ নদীতে অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা নৌ পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে আশুলিয়া নৌ পুলিশ ফাঁড়ির এস আই ময়নাল হোসেন বলেন, অজ্ঞাত ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা চার থেকে পাঁচদিন আগে তাকে হত্যা করে তুরাগ নদীতে কচুরী পানার নিচে লাশ গুম করার জন্য রেখে পালিয়ে যায়। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।

তিনি আরও বলেন, নিহত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রতিনিয়ত এসব এলাকায় মানুষ হত্যাকাণ্ডসহ নানা অপরাধমূলক ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ড ঠেকাতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এমবি//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি