ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় হারুন-অর-রশিদ (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার মাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এসময় ঘাতক মাহেন্দ্র চালক মাসুদ আলীকে আটক করেছে পুলিশ। আটক মাসুদ আলী সদর সদর উপজেলার চর গ্রামের আমীর আলীর ছেলে।নিহত হারুন-অর-রশিদ বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের মৃত মোতালেব শেখ ছেলে। সে সুপারির ব্যবসা করতেন।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহ আলম জানান হারুন-অর-রশিদ মাজার এলাকায় দাঁড়িয়েছিল। এসময় একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। মাহেন্দ্রের ধাক্কায় হারুণ গাছের গাছেট সাথে আছড়ে পরে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় হারুণ অর রশীদকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। এঘটনায় মাহেন্দ্র চালক মাসুদ আলীকে আমরা আটক করেছি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি