ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে সালেহা খাতুন-(৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সকালে আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সালেহা  খাতুন বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের কাজী ইয়াকুব আলীর স্ত্রী। তিনি আজমপুর গ্রামের তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। 

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, আখাউড়া রেলওয়ে জংশনের লোকোসেড থেকে সিলেটগামী একটি লাইট ইঞ্জিন  সকালে দিকে আজমপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধা রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তিনি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি