ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মরণে শোকসভা 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৯, ২৫ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিক, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জির স্মরণে জয়পুরহাটে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির জেলা শাখার সভাপতি এস এম সোলায়মান আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিন আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর মজুমদার, ভারত মৈত্রী সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল হক বাবুল, নন্দলাল পার্শীসহ অন্যরা।

শোকসভায় বক্তারা বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি আকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন। এদেশের জনগণের প্রতি তার যে ভালোবাসা মানুষ আজীবন তা স্মরণে রাখবে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি