ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

সাভারে গ্যাস বিস্ফোরণে দুইজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০২০

সাভারের হেমায়েতপুরের মোল্লাপাড়ায় বাসা বাড়ির গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। অপরজনের অবস্থা আশাঙ্কাজনক। তিনি ঢাকা মেডিক্যাল শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি আছেন।

শুক্রবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা যায়। নিহতের নাম ফরিদ ও হাবিব। দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরেকজনের নাম হৃদয়। 

এর আগে দিবাগত ভোররাতে তারা দগ্ধ হন। নিহত ও দগ্ধরা সবাই টাইলস মিস্ত্রি।

সাভার মডেল থানার ট্যানারী পুলিশ ফাড়ির পরিদর্শক জাহিদুল ইসলাম জাহিদ (বিপিএম, পিপিএম) জানান, হেমায়েতপুরের মোল্লাপাড়ায় একটি ভাড়া বাড়িতে ওই ৩ টাইলস মিস্ত্রি ভাড়া থাকতো। গেল বুধবার দিবাগত ভোর রাতে তারা ৩ জন তাদের ভাড়া বাড়ির নিজ কক্ষে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে দগ্ধ হন। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুজন। 

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ভোরে রান্না করার সময় চুলায় আগুন জ্বালাতে গেলে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে আগুন ধরে তারা দগ্ধ হন। এছাড়া গ্যাসের লাইনটি বৈধ নাকি অবৈধ তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি