ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ফের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২০

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ফের ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

শনিবার বেলা পৌনে ১১টার দিকে শহরের গলাচিপা এলাকায় ঢাকাগামী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। 

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ স্টেশন ছেড়ে যায় ঢাকাগামী ট্রেনটি। পথে গলাচিপা এলাকায় ট্রেনের একটির বগির চাকা লাইনচ্যুত হয়ে পড়লে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

তিনি বলেন, চাকা লাইনচ্যুত হলেও কোন হতাহত হয়নি। উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করলে রেল যোগাযোগ আবার শুরু হব। 

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ট্রেনের চারটির বগির আটটি চাকা লাইনচ্যুত হলে ১৩ ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে যোগাযোগ বন্ধ থাকে। উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার ও ফিড চালু করলে ওই দিন রাত দুইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 

উল্লেখ্য, ঢাকা-নারায়ণগঞ্জ রেল পথে প্রতিদিন ১৬ জোড়া ট্রেন চলাচল করে। 

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি