ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

থমকে আছে চৌমুহনী-সোনাপুর সড়ক উন্নয়ন (ভিডিও)

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:০১, ২৬ সেপ্টেম্বর ২০২০

২০১৭ সালে নোয়াখালীর চৌমুহনী-সোনাপুর ১৩ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণের প্রকল্প অনুমোদন হয় একনেক। মেয়াদকাল নির্ধারণ করা হয় জুলাই ২০১৭ থেকে জুন ২০২০ সাল পর্যন্ত। যেখানে ব্যয় ধরা হয় ৯৬২ কোটি টাকা। 

কিন্তু তিন বছর পার হলেও চার লেনে উন্নীত হয়নি নোয়াখালীর চৌমুহনী-সোনাপুর সড়ক। কাজ চলছে, তবে অর্ধেকও দৃশ্যমান নয়। সড়ক বিভাগ বলছে, এখনও ভূমি অধিগ্রহণ না হওয়ায় কাজ থমছে আছে। খানাখন্দে ভরা সড়কে যাতায়তে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ের প্রায় তিন বছর পার হলেও, এখনও শেষ হয়নি অর্ধেক কাজ। বেগমগঞ্জ এলাকার কিছু অংশের কাজ দৃশ্যমান হলেও খানাখন্দে ভরা। 

যাত্রীরা বলছেন, ‘অনেকদিন ধরে এ রাস্তার বেহাল অবস্থা। যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে। কাজের কোন অগ্রগতি নেই। বিশেষ করে যারা অসুস্থ তারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন।’

যানবাহন চালকরা বলছেন, ‘দীর্ঘ পাঁচ বছর ধরে এই অবস্থা হলেও কোন পরিবর্তন নেই। সড়কের অবস্থা নাজুক হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে গাড়ির ক্ষতিসহ যাত্রীরা পড়ছেন ভোগান্তিতে।’

প্রকল্পের শুরুতেই ভূমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনকে ৭০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এখনও অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রতিনিধিরাও।

জানতে চাইলে নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান বলেন, ‘সড়কটি সংস্কারে অর্থ ও টেন্ডার দেয়া হলেও আজ চার বছরেও কাজের কোন অগ্রগতি নেই।’

এমন পরিস্থিতির জন্য ঠিকাদারকে দায়ী করে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল বলেন, ‘ভূমি যত দ্রুত সড়ক বিভাগকে বুঝিয়ে দেয়া হবে, তত দ্রুত কাজ হবে।’

তবে আইনি জটিলতায় অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। 

তিনি বলেন, ‘অধিগ্রহণের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক কিছু বিষয় আছে। কত দিন সময়ে লাগবে জানি না, তবে দ্রুত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

তবে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি