ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

লালমনিরহাট ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ২৬ সেপ্টেম্বর ২০২০

উত্তরের জেলা লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। একইসঙ্গে নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে গাইবান্ধায়। এতে করে দুই জেলায় কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায়। অনেকে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। ত্রাণ সহায়তা দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। 

সরেজমিন ঘুরে দেখা যায়, ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বাড়তে থাকায় সৈয়দপুরের নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। ধরলার পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাটে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। 

তবে তিস্তার পানি কমছে। জেলার ৫ উপজেলায় ২০ হাজারের বেশি পরিবার পানিবন্দী হয়ে আছে। প্রশাসনের পক্ষ থেকে চাল ও শুকনো খাবার বিতরণ চললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন বানভাসিরা। 

এদিকে গত ২৪ ঘণ্টায় গাইবান্ধার সবগুলো নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। নদীর তীরবর্তী এলাকায় জমির ফসল তলিয়ে গেছে। 

জেলার বানভাসিরা বলছেন, ‘যেভাবে পানি বাড়ছে আরও নিরাপদ আশ্রয়ে যাওয়া ছাড়া আমাদের কোন উপায় নেই। বাড়িঘর সব ভেসে যাওয়ায় কোনরকম খেয়ে না খেয়ে বেঁচে আছি আমরা।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি