ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম বিষয়ক এক ওরিয়েন্টশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকালে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মো. আব্দুস ছাত্তারের সঞ্চালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা. রাহাত হক, জেলা শিশু অফিসার মো. জসিম উদ্দিন, মহিলা অফিসার শাহেদা আক্তার, আশিদ্রোণ ইউনিয়ন চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন, প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংবাদিক আতাউর রহমান কাজল, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, এমসিডা’র নির্বাহী প্রধান তহিরুল ইসলাম মিলন প্রমুখ।

কর্মশালায় বাল্য বিবাহ, মাদকাসক্ত, নিরাপদ সড়ক, নারী ও শিশুর অধিকার, সহিংসতা প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব ও জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় উপস্থিত জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ ৪০ জন অংশগ্রহণকারী মতামত দেন।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি