ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ দুর্লভপুর গ্রামে শনিবার বিকেলে বজ্রপাতে রনি (১০) ও আলিম (১৯) নামে ২ যুবকের মৃত্যু হয়েছে। এতে আ. রউফ (২৫) নামে অপর যুবক গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, নাসিরুল ইসলামের ছেলে রনি, আবুল কালাম আজাদের ছেলে আলিম ও সিরাজুল ইসলামের ছেলে আ. রউফ বিলে মাছ ধরতে এবং মাঠে ঘাস কাটতে যায়। 

এসময় বজ্রপাত হলে ২ জনের শরীর ঝলসে গেলে তারা ঘটনাস্থলে মারা যায় এবং অপরজন গুরুতর আহত হলে প্রথমে তাকে রাণীশংকৈল হাসপাতালে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়। আহতের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি