ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নরসিংদীতে ৪০ পরিবারকে জমির দলিল হস্তান্তর 

নরসিংদী প্রতিনিধি:

প্রকাশিত : ১৯:৪১, ২৬ সেপ্টেম্বর ২০২০

নরসিংদীতে ৪০ জন অসহায়-ভূমিহীন পরিবারের মধ্যে জমির দলিল হস্তান্তর করেছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সরকারী ব্যবস্থাপনায় ভূমিহীন অসহায়দের মাঝে জমি বরাদ্দ এর অংশ হিসেবে ৪০ জন ভূমিহীন পরিবারের মধ্যে তিন একর জমি বরাদ্দ দেয়া হয়।

এতে ভূমিহীন পরিবারগুলো বাসস্থানের সুযোগ পেল। শনিবার নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব জমির দলিল হস্তান্তর করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান। 

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে দলিল হস্তান্তর অনুষ্ঠানে নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী,  ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, রেভিনিউ ডেপুটি কলেক্টর আসসাদিক জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়াসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি