ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লালপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নাটোরের লালপুরে পুকুরে নদীতে মাছ ধরতে গিয়ে শামিউল নামে ৯ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শনিবার দুপুরে উপজেলার বিলমাড়িয়া মহারাজপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিহত শামিউল ওই গ্রামের শিপন আলরি ছেলে।

শামিউলের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে শামিউল মাছ ধরতে বাড়ির পাশে পুকুরে যায়। কোন এক সময় পানিতে পড়ে ডুবে যায়। বহু খোঁজাখুঁজি করেও শামিউলকে উদ্ধার করা যায়নি। পরে দুপুর ২টার দিকে তার মৃতদেহ ভেসে ওঠে। 

স্থানীয় ইউপি সদস্য মোমিনুল ইসলাম পানিতে ডুবে শামিউলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি