ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে জিহাদী বইসহ জামায়াতের ২ কর্মী আটক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর বাজারের একটি মসজিদ থেকে জিহাদী বইসহ জামায়াতের ২ কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে গোয়েন্দা পুলিশ ও ক্ষেতলাল থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে বলে পুলিশের দাবী।

আটকরা হলেন, ওলামা মাশায়েক গ্রুপের ক্ষেতলাল উপজেলা কমিটির আহবায়ক ও বানিয়াচাপর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আনোয়ার হোসেন এবং একই সংগঠনের সদস্য ও সোহেলী গ্রামের বাবু আকন্দের ছেলে খাইরুল ইসলাম।
 
জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন জানান,জামায়াতের নেতাকর্মীরা শিবপুর গ্রামের একটি মসজিদে নাশকতার পরিকল্পনা করছিলেন, এমন গোপন সংবাদ পেয়ে সেখানে  অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্ষেতলাল উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম পালাতে সক্ষম হলেও ওই দুইজন নেতাকর্মীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। 

এসময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই, সদস্য ভর্তি ফরম, চাঁদা আদায়ের রশীদসহ একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি