নীলা হত্যা ও আদিবাসী কিশোরীকে ধর্ষণ : রাজবাড়ীতে মানববন্ধন
প্রকাশিত : ১৫:১৭, ২৭ সেপ্টেম্বর ২০২০
সাভারের নীলা রায় হত্যা ও খাগড়াছড়ির আদিবাসী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন হয়েছে। আজ রোববার বেলা ১১টায় মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়।
এতে মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি লাইলী নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সবিতা চন্দ্র, সদস্য শাহিনা সুলতানা, উদীচি জেলা শাখার সহ-সভাপতি আজিজুল হাসান খোকা, সদস্য আব্দুল জব্বার, শিক্ষক গোলাম ছারোয়র, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, সাবেক জেলা ছাত্র ইউনিয়ন নেতা প্রজেনজিৎ রায় প্রমুখ। মানববন্ধনের সঞ্চালনা করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নেহাল আহম্মেদ।
বক্তরা বলেন, ‘সারাদেশে নারী ধর্ষণ, হত্যা ও হয়রানি বেড়ে গেছে। আসলে বিচারহীনতার কারণে এসব কর্মকাণ্ড বেড়ে চলছে। দ্রুত এসব ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি কার্যকর করা হলে এর প্রভাব কমে আসবে। বর্তমানে নারীদেরকে ভোগের সামগ্রী মনে করা হচ্ছে। আইনের যথাযথ প্রয়োগ করা হলে ধর্ষকরা এমন সাহস পাবে না।’
তারা বলেন, ‘যখন যে দল ক্ষমতায় থাকে, তখন সে দলের ছত্রছাঁয়ায় এ লম্পটরা ধর্ষকের মত জঘন্য কাজ করে। তাই দ্রুত আইনে ধর্ষকদের বিচার হওয়া উচিত।’
এআই/এসএ/
আরও পড়ুন