ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দৌলতদিয়ায় আজও তীব্র যানজট

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২১, ২৭ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বেশ কয়েকদিন ধরে পদ্মায় পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোত, নাব্য সংকট ও ডুবোচর দেখা দিয়েছে। ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। এতে করে পারাপারে অপেক্ষায় রয়েছে শত শত পণ্যবাহী ট্রাক, দেখা দিয়েছে তীব্র যানজট। তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যাত্রীবাহী ও ব্যক্তিগত যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। 

কিন্তু দীর্ঘ সময় অপেক্ষায় থেকে মালামাল নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে পণ্যবাহী ট্রাক চালকদের। রয়েছে ফেরি সংকটও। ২০টি ফেরির মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমানে ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

এদিকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটেও তীব্র স্রোত ও নাব্য সংকটে একই অবস্থার সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে রাতে সব ধরনের ফেরি চলাচল বন্ধ এবং দিনে চলাচল ব্যহত হওয়ায় দৌলতদিয়ায় যানবাহনের বাড়তি চাপ রয়েছে। এতে দৌলতদিয়া ও গোয়ালন্দ মোড় মহাসড়ক এলাকায় প্রায় ৩ শতাধিক যানবাহন আটকে আছে। 

বর্তমানে ফেরিগুলো আগের মত যানবাহন বোঝাই করে চলতে পারছে না। এতে ট্রিপ সংখ্যাও কমেছে। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, ‘নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, সেই সাথে তীব্র স্রোত ও নাব্য সংকটের কারণে ডুবোচর দেখা দিয়েছে পাটুরিয়া অংশে। নাব্য সংকট কাটাতে পলি অপসারণে ড্রেজিং কাজ চলমান রয়েছে, এতে ফেরি চলাচল কিছুটা ব্যহত হচ্ছে এবং ফেরিঘাটে ভিড়তে সময়ও বেশি লাগছে।’

তিনি বলেন, ‘দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী কিছু যানবাহন ফেরি পারের অপেক্ষায় থাকলেও যাত্রীবাহী যানবাহনের কোন ভোগান্তি নেই। এই রুটে ছোট-বড় মিলে ২০টি ফেরির স্থলে মোট ১৪টি ফেরি চলাচল করছে। বাকিগুলো যান্ত্রিক ত্রুটির কারণে মেরামত করতে ভাসমান কারখানায় পাঠানো হয়েছে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি