ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে কানাডিয়ান-ইউএস ডলারসহ যুবক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া সীমান্ত থেকে কানাডিয়ান ৮৫ হাজার ডলার ও ২৫ হাজার ইউএস ডলারসহ শুকুর আলী (২০) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। 

আটক শুকুর আলী জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের সাজেদুল ইসলামের ছেলে। শনিবার দিনগত  রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়েন অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান জানান,শনিবার রাতে তিনিসহ বিজিবি সদস্যদের নিয়ে দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া সীমান্তে অবস্থান নেয়। 

এসময় শুকুর আলীসহ দুইজন চোরাচালানী একটি মোটরসাইকেল যোগে বড়বলদিয়া সীমান্তের দিক থেকে আসলে তাদের গতিরোধ করে শুকুর আলীকে আটক করে। 

এসময় অপর একজন চোরাচালানী পালিয়ে যায়। পরে শুকুর আলীর দেহ তল্লাশি করে কানাডিয়ান ৮৫ হাজার ডলার ও ২৫ হাজার ইউএস ডলারসহ উদ্ধার করা হয়। যা বাংলাদেশি টাকায় ৭৫ লাখ ৫ হাজার ৫'শ টাকা। রাতেই তাকে দামুড়হুদার দর্শনা থানায় ডলারসহ সোপর্দ করা হয়।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি