ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলায় বিশ্ব নদী দিবস পালিত

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২২, ২৭ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নদী দখল এবং দূষণ বন্ধের আহবান জানিয়ে মোংলায় বিশ্ব নদী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। রোববার(২৭ সেপ্টম্বর) সকালে পশুর এবং মোংলা নদীর মোহনায় অনুষ্ঠিত এসব কর্মসুচির মধ্যে ছিলো প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান, নদী রক্ষার দাবীতে মানববন্ধন, 'নদী মাতৃক বাংলাদেশ' শীর্ষক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাতার প্রতিযোগিতা এবং নদী কেন্দ্রিক গানের আড্ডা।
 
দিনব্যাপী এসব কর্মসূচি যৌথভাবে আয়োজনে করে পরিবেশবাদী সংগঠন পশুর রিভার ওয়াটারকিপার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং বাদাবন।

এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র বাগেরহাট জেলা কমিটির আহবায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ, সুশাসনের জন্য নাগরিক সুজন মোংলার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার নাজমুল হক, ইসরাফিল বয়াতি, মাহারুফ বিল্লাহ, সুষ্মিতা মন্ডল, শুক্লা হালদার, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ইয়ুথ লিডার রিয়াজ, বাদাবনের আল ইমরান ইজারদার প্রমূখ। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি