ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব নদী দিবস পালিত

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪২, ২৭ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ২২:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব নদী দিবস পালন করেছে নদী নিরাপত্তা সামাজিক সংগঠন “নোঙর”। "বেঁচে থাকা নদ-নদীর অধিকার" প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউনখালে নাব্যতা ফিরিয়ে আনতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিকী প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক খালেদা মুন্নী, রেজাউল হাসান সজীব, সোহেল খাঁন, কামাল উদ্দিন, শিপন কর্মকার, মোশারফ হোসেন, সাইদুর রহমান জুয়ের, নূরুল হক, সাথী ইসলাম ও সদস্য সোহেল রানা নোঙর রাজঘাট ইউনিটের সদস্যগণ।

এসময় বক্তারা টাউন খালটিকে খনন করে এর নাব্যতা ফিরিয়ে নৌযান চলাচলের ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। 
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি