ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে মাটির দেয়াল চাপায় বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৭, ২৮ সেপ্টেম্বর ২০২০

ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নের ভেলাজান(নদী পাড়া) গ্রামে রোববার দুপুরে টয়লেট সাড়তে গিয়ে মাটির দেয়াল চাপা পড়ে মতিয়ার রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

জানা যায়, ওই গ্রামের মৃত. নূরোতদ্দীনের ছেলে মতিয়ার রহমান বাড়ির পাশে থাকা কাঁচা এক টয়লেটে গেলে টয়লেটের সাথে থাকা মাটির ঘরের একটি দেওয়াল টয়লেটের উপরে ভেঙ্গে পড়ে। এতে মতিয়ার রহমান মাটির নিচে চাপা পড়েন। এসময় বাড়ির ও স্থানীয় লোকজন তাকে টেনে বের করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রংপুর নেওয়ার পথে তিনি মারা যান।
চিলারং ইউনিয়র পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মাটির দেওয়াল চাপা পড়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি