ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ২০:১১, ২৮ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

‘জলাতঙ্ক নির্মূলে টিকাদান, পারম্পরিক সহযোগিতা বাড়ান এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে বিশ্ব জলাতঙ্ক দিবস। এই উপলক্ষে সোমবার বেলা ১১টায় জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ড. সেলিম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মামুনুর রশীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মাহমুদুর রহমান, সিভিল সার্জন অফিসের (এমওসিএস) ডা. জালাল হোসেন, জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ ডা.এস এম আব্দুল মুনিম, পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মামুনুর রশিদ, জয়পুরহাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাশরেকুল আলম, স্টাফ নার্স লাভলী ইয়াসমিন, জয়পুরহাট সিভিল সার্জন অফিসের
স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কুদরতুল্লাহ প্রমুখ।

সভায় বক্তরা বলেন,‘ঘাতক ব্যাধি জলাতঙ্কের প্রধান বাহক কুকুর। এছাড়া বিড়াল, বেজি ও শিয়ালের আঁচড়-কামড় হতেও এ রোগ হতে পারে।শতবছর ধরেও কুকুর মেরে জলাতঙ্ক প্রতিরোধ করা সম্ভব হয়নি। এজন্য অন্য দেশের মতো বাংলাদেশেও কুকুরকে টিকা দেওয়া হচ্ছে। কুকুরকে টিকাদানের মাধ্যমে জলাতঙ্ক নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানানো হয়। এছাড়াও সিভিল সার্জন ভ্যাকসিন স্টক রাখা এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি