ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নদীতে মাছ ধরতে নেমে যুবক নিখোঁজ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৯, ২৮ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে টাংগন নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ হয়েছে রিপন চন্দ্র বর্মন (২৬) নামে এক যুবক। সোমবার (২৮ সেপ্টেম্বর) সদর উপজেলার রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘোটে। নিখোঁজ রিপন চন্দ্র বর্মন ওই গ্রামেরই বাসিন্দা।

ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার নির্মল জানান, রিপন চন্দ্র নদীতে ডুবে যাওয়ার খবর শুনে আমি ফায়ার সার্ভিসে এবং স্থানীয় থানা পুলিশকে ফোন করি।

এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান জানান, নদীতে পানি বেশি হওয়ায় উদ্ধার কাজে সাহায্যের জন্য রংপুর ডুবুরী স্টেশনকে জানানো হয়েছে। তারা আসলে উদ্ধার কাজ শুরু হবে। 

এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রিপন চন্দ্র বর্মনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি