ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ৭ মে ২০১৭ | আপডেট: ১৮:০৫, ৭ মে ২০১৭

যুব সমাজকে মাদকসহ সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
গত শনিবার রাতে কাউন্সিলর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরো বলেন, খেলাধুলা দিয়েই যুব সম্প্রদায়কে সব ধরণের অপকর্ম থেকে ফেরানো সম্ভব। এর আগে, ঢাকা দল ও সিএন্ডবি দলের ফাইনাল ম্যাচ উপভোগ করেন অতিথিরা। খেলায় ঢাকা দল চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়।   


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি