ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাটোরে হালতিবিল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২০

নাটোরের নলডাঙ্গায় আলতাফুন্নেসা ওরফে  আলতা পাগলি (৬৫) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ধুলাউড়ি পশ্চিম পাড়া গ্রামে হালতিরবিলের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আলতাফুন্নেসা ওই গ্রামের মৃত আফজাল হোসেনের স্ত্রী।

নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক ( এস আই) মো. রুবেল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান,আলতাফুন্নেসা একজন মানসিক প্রতিবন্ধী। স্বামী মারা যাওয়ার পর থেকে তার ভাইয়ের বাড়িতে থাকতেন। রোববার বিকেলে (২৭ সেপ্টেম্বর) হাঁসের খাবারের জন্য শামুক কুড়াতে বাড়ির পাশে হালতিবিলে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।

আজ সোমবার সকালে বাড়ির পাশে  হালতিবিলের পানিতে তার মরদেহ  ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া। খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেননি।  ফলে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এব্যাপারে কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের কাছে মরদেহটি দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি