ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২০

নোয়াখালীতে আলোচনা, মিলাদ ও কেক কাটার মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপিত হয়েছে।

সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন জেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক ও সদর সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনাকে মানবতার নেত্রী উল্লেখ করে সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, শেখ হাসিনা তার জীবনের বেশির ভাগ সময় এদেশের দুখী মানুষের মুখে হাঁসি ফোটানোর জন্য ব্যয় করেছেন।তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি