ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

স্বামীকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি সাহেবপাড়া এলাকায় নিখোঁজ স্বামীকে খুঁজতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। 

রোববার রাতে ওই এলাকায় একটি চারতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। সোমবার রাতে মহসীন ও রমজান নামে দুইজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন গৃহবধূ।

মামলায় গৃহবধূ জানান, রোববার বিকেলে তার শিশু সন্তানকে নিয়ে স্বামীর খোঁজে বাসা থেকে বের হন তিনি। রাত সাড়ে ৮ টায় তার স্বামীর বন্ধু মহসিনের সঙ্গে সাহেবপাড়া বাজার এলাকায় দেখা হলে সে জানায় তার স্বামী কোন বাড়িতে আছে তা সে জানে। এ সময় গৃহবধূ স্বামীর খোঁজে তার সাথে জসিমের নবনির্মিত চারতলা ভবনের নিচতলার একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানান, ধর্ষণের শিকার গৃহবধূ থানায় একটি মামলা দায়ের করেছে। এর সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। 

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি