ঢাকা, রবিবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মুর‌্যাল উদ্বোধন

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৫, ২৯ সেপ্টেম্বর ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন এর উদ্যোগে দেশের বঙ্গবন্ধুর  সর্ববৃহৎ মুর‌্যাল উদ্বোধন করা হয়েছে। 

বরিশালের প্রধান শহীদ মিনার চত্বরের পাশে নতুন নিমির্ত বঙ্গবন্ধু অডিটরিয়ামের বাহিরের অংশে উন্নতমানের টাইলস দিয়ে। বরিশাল সিটি কর্পোরেশনের অর্থায়নে মাসব্যাপি নির্মাণ কাজ শেষে এই মুর‌্যালটির উদ্বোধন করা হয়। 

৫০ ফুট দৈর্ঘ ও ৪০ ফুট প্রস্তর এই মুর‌্যালটির শুভ উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। এর আগে শহীদ মিনার চত্বরে প্রধানমন্ত্রীর র্দীঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। 

বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি