ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

কৃষক এনামুল হত্যার প্রতিবাদে মানববন্ধন

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৯, ২৯ সেপ্টেম্বর ২০২০

পাবনার সাঁথিয়া উপজেলায় কৃষক এনামুল শেখ হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাঁথিয়া উপজেলার আমোষ গ্রামে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহতের ছেলে হুমায়ূন কবির, মেয়ে বিথি খাতুন, নিহতের চাচাতো ভাইসহ অনেকে।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পর পুলিশ আসামীদের ধরছে না। একটি মহল মামলা তুলে নিয়ে মিমাংসা করার জন্য চাপ দিচ্ছে। তারা অবিলম্বে কৃষক এনামুল শেখ হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, গেল ঈদুল আজহার দিন ১ আগস্ট জমি সংক্রান্ত বিরোধের জেরে সাঁথিয়া উপজেলার আমোষ গ্রামের কৃষক এনামুল শেখকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। ১০ দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গত ১১ আগস্ট তার মৃত্যু হয়। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি