ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সিংড়ায় বর্ন্যাতদের মাঝে ডিসির ত্রাণ বিতরণ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০২০

নাটোরের সিংড়ায় নতুন করে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনসহ বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। মঙ্গলবার সিংড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫০ পরিবারের মাঝে ত্রান সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

সিংড়া দমদমা উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন-আল-ওদুদ প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যার পানিতে প্লাবিত এলাকা পরিদর্শন করেন।
 
এদিকে পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস নতুন করে বন্যাদুর্গত ৫'শ হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা পৌঁছে দেন।

নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু আল আসাদ বলেন, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে আত্রাই নদীর নাটোরের সিংড়া পয়েন্টে বিপদ সীমার ৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় সিংড়া শহরের কিছু অংশে পানি প্রবেশ করে জলাবদ্ধার সৃষ্টি করেছে। এছাড়া কিছু এলাকার রোপা আমন ধান তলিয়ে গেছে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি