ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

না’গঞ্জে ২ স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৪, ২৯ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ২২:২৫, ২৯ সেপ্টেম্বর ২০২০

নারায়ণগঞ্জের বন্দরে দুই স্কুল শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার মদনপুরের ফুলহর এলাকার এ ঘটনায় পুলিশ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভুক্তভোগী দুই শিক্ষার্থীকে উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তারকৃতরা হলো- বন্দর উপজেরার ফুলহর এলাকার রমিজ উদ্দিন রমু মিয়ার ছেলে রিফাত, একই এলাকার জয় মিয়ার ছেলে রিফাত ও তাদের সহযোগী সুমন।

বন্দর থানার ওসি ফখুরদ্দিন ভূঁইয়া আরও জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার একটি স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী (১৪) ও তার মামাতো বোন একই এলাকার একটি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী (১২) গত ২৬ সেপ্টেম্বর প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। ২৭ সেপ্টেম্বর সোমবার ওই দুই শিক্ষার্থী বাড়িতে ফোন করে জানায়, তাদেরকে জোর করে আটকে রাখা হয়েছে ও ধর্ষণ করা হয়েছে।

২৮ সেপ্টেম্বর এক শিক্ষার্থীর বাবা ও অপর শিক্ষার্থীর মা বাদি হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন। সে মামলায় বন্দরের নবীগঞ্জ এলাকা থেকে দুই শিক্ষার্থীকে উদ্ধার ও ওই ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি