ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নড়াইলের দিঘলিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৮, ৩০ সেপ্টেম্বর ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া চৌরাস্তা এলাকায় আলোচনা সভা, কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্যা আলি আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ বোরহান উদ্দিন, আওয়ামী লীগ নেতা অহিদুর জামান বাচ্চু, সরদার আব্দুল হাই, শিকদার বুলবুল ইসলাম সেলিম, শেখ নজরুল ইসলাম বাদশা, আবু শহিদ শেখ, ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান রাশেদ, সৈয়দ আব্দুর রহিম সুজন, শেখ বনি আমিন হৃদয়, পারভেজ সরদার প্রমুখ।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে গান পরিবেশন করেন জারিশিল্পী কামরুল হাসান বয়াতি। 

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি