ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরে মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৭, ৩০ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুরের কয়েকটি তরুণ সামাজিক সংগঠন। 

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করেন অঙ্কুর, জাগো মেহেরপুর, মেহেরপুর ব্লাড ব্যাংকসহ কয়েকটি সামাজিক সংগঠনের কর্মীরা।

অঙ্কুর সামাজিক সংগঠনের সভাপতি নাসিম রানার নেতৃত্বে মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ সময় সংগঠনটির সহ-সভাপতি ফারদিন ইমতিয়াজ, সাধারণ সম্পাদক জাবির আল সাবা, যুগ্ন সম্পাদক হিমেল, মেহেরপুর ব্লাড ব্যাংকের সভাপতি শাকিল আহমেদ, জাগো মেহেরপুর সংগঠনের যুগ্ন আহ্বায়ক আব্দুল আলিমসহ কয়েকটি তরুণ সংগঠনের নেতৃবৃন্দ মানবন্ধনে অংশগ্রহণ করেন।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি