ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় দুঃস্থ নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪০, ৩০ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৫:৪০, ৩০ সেপ্টেম্বর ২০২০

নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করছেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী। ছবি: একুশে টেলিভিশন

নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করছেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী। ছবি: একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গা পৌরসভায় জেন্ডার এ্যাকশান প্লান বাস্তবায়নের লক্ষে ৯টি ওয়ার্ডের ১২০ জন দুঃস্থ নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌরসভা কার্যালয় চত্বরে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু প্রধান অতিথি হিসেবে এই হাঁসের বাচ্চা বিতরণ করেন। 

চুয়াডাঙ্গা পৌরসভার নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত জেন্ডার এ্যাকশান প্লানের সভাপতি রওশন আরা রত্না সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মেসার্স জাকির এন্ড ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী জাকির হোসেন ও প্যানেল মেয়র মুন্সী রেজাউল করিম খোকনসহ কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। 

পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, হাঁসের বাচ্চা পালন করে নিজে স্বাবলম্বী হবেন এবং অন্যকে স্বাবলম্বী করতে সহযোগিতা করবেন। এর মাধ্যমে জীবনমানের পরিবর্তন ঘটবে।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি